চেয়ারম্যান
 

ইকবাল হোসেন তাপস



চেয়ারম্যান


বিদেশী কোম্পানির জন্য ব্যবস্থাপনা পরামর্শ এবং কোম্পানি ব্যবস্থাপনা জড়িত ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা। এছাড়াও ইপিজেডগুলিতে নতুন উদ্যোগ স্থাপনে বিশেষজ্ঞ। আমি একজন বহুমুখী এবং অভিজ্ঞ নেতা, উচ্চ স্তরের প্রোটোকলের উদ্ভাবক, সরকারী এবং বিদেশী কোম্পানিগুলিতে ক্লায়েন্ট-বিক্রেতা নেটওয়ার্কগুলির পরিষেবা পরিচালনা এবং প্রশাসন। আমি ন্যায্য বিচার এবং সম্পর্ক ব্যবস্থাপনা খুব ভাল।

    শিক্ষা ও পরিচয়পত্র
  • • জাপান থেকে কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা
  • • জাপান থেকে জাপানি ভাষায় ডিপ্লোমা
  • • স্নাতক বিজ্ঞান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
    কর্মজীবনের অর্জন
  • • মেইজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, একটি জাপানি মোটর যন্ত্রাংশ উৎপাদনকারী কোম্পানিকে ১৯৯১ সালে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার পরামর্শে আমি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে তাদের কারখানা স্থাপন ও নির্মাণ করি এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে 7 বছর তাদের সাথে কাজ করেছি।
  • • ১৯৯৭ সালে আমি একজন ব্রিটিশ বিনিয়োগকারীকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং CEPZ-এ ইন্টারকন্টিনেন্টাল টেকনোলজি লিমিটেড কারখানা স্থাপনের জন্য পরামর্শ দিয়েছি এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৭ বছর ধরে কারখানাটি পরিচালনা করেছি।
  • • বর্তমানে আমি একটি বিখ্যাত জাপানি কোম্পানি ইয়োকোহামা লেবেলস অ্যান্ড প্রিন্টিং কোম্পানি লিমিটেড-এর সাথে কাজ করছি জাপানের ইটোচু কর্পোরেশনের একটি সাবসিডিয়ারি কোম্পানিতে গত ১২ বছর ধরে নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছি।
  • • একদল ডাক্তার এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের সেবা করার জন্য বরিশাল শহরে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু করেছি। আমরা শুরু করার আগে বরিশালে একটি মাত্র সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ছিল, যা দক্ষিণাঞ্চলের স্থানীয় জনগণকে পর্যাপ্ত চিকিৎসা ও সেবা দেওয়ার মতো অবস্থানে ছিল না এবং আমরা দক্ষিণ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন পৃষ্ঠপোষক পরিচালক
    সামাজিক, জনহিতকর এবং স্বেচ্ছাসেবী সেবা
  • • আমি আমার গ্রামে বাবুগঞ্জ এলাকায় শুধুমাত্র আমার নিজস্ব অর্থায়নে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।
  • • আমি আমার এলাকা বাবুগঞ্জে একটি কলেজের প্রতিষ্ঠাতা এবং গত ১২ বছর ধরে সেই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান।
  • • ১৯৯৭ সাল থেকে বরিশাল ক্লাবের আজীবন সদস্য
  • • ২০১৩ সাল থেকে বারিধারা কসমোপলিটন ক্লাব, ঢাকার স্থায়ী সদস্য
  • • সভাপতি বরিশাল জেলা সমিতি, ঢাকা।
  • • চেয়ারম্যান "বরিশাল ফরএভার লিভিং সোসাইটি" একটি স্বেচ্ছাসেবী সমাজসেবা সংস্থা
    রাজনৈতিক সম্পৃক্ততা
  • • আমি ১৯৮৪ সালে জাতীয় পার্টির (জাপা) ছাত্র রাজনীতিতে যোগদান করি
  • • আমি বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি।
  • • আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ক এর “উপদেষ্টা” হিসেবে দায়িত্ব পালন করছি।
  • • আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ক এর “উপদেষ্টা” হিসেবে দায়িত্ব পালন করছি।

বরিশাল ফরএভার লিভিং সোসাইটির উদ্দেশ্য:

  • বরিশাল ভিত্তিক অনগ্রসর সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে কাজ করা।
  • বেকার অদক্ষ যুবক/যুবতিদেরকে হাতের কাজ শিখিয়ে দক্ষ করা।যেমন কম্পিউটার শিক্ষা, গাড়ি চালানো শিক্ষা দেওয়া, সেলাই শিক্ষা দেওয়া , চাকুরি পাওার জন্য সাধারন জ্ঞান শিক্ষা দেওয়া ।
  • বিদেশ যেতে ইচ্ছুক ছেলে/মেয়েদের কে পরামর্শ সহ হাতের কাজ শিখিয়ে উপযুক্ত করে তোলা ।
  • স্কুল / কলেজের ছেলে মেয়েদের শিক্ষা মুলক পরামর্শ দেওয়া।
  • অর্থ অভাবে যারা ডাক্তার দেখাতে পাড়ে না তাদের জন্য বিনা মুল্যে ডাক্তারী পরামর্শের ব্যাবস্থা করা।
  • পুজির অভাবে যারা ছোট খাট ব্যাবসা করতে পারছে না তাদের মধ্যে বিনা সুদে ক্ষুদ্রঋণের ব্যাবস্থা করা ।
  • কৃষি কাজ করার জন্য পরামর্শ সহ বিনা সুদে খুদ্রঋণের ব্যাবস্থা করে দেওয়া।
  • বরিশাল কেন্দ্রিক বিনা মূল্যে জরুরী অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া।

এক নজরে বরিশাল জেলা

ভৌগোলিক অবস্থান : বরিশাল জেলা ২২০ ৪২' ০'' উত্তর অক্ষাংশে ও ৯০০ ২২' ০'' পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।

ভৌগোলিক সীমানা : বরিশাল জেলার উত্তরে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা; দক্ষিণে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা; পূর্বে লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা অবস্থিত।
আয়তন ২,৭৮৪.৫২ বর্গ কিঃ মিঃ
সীমানা বরিশাল জেলার উত্তরে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা; দক্ষিণে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা; পূর্বে লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ক) সিটি কর্পোরেশন- ১টি বরিশাল সিটি কর্পোরেশন
খ) উপজেলা- ১০টি বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, আগৈলঝাড়া, উজিরপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বানারীপাড়া, গৌরনদী।
গ) থানা-১৪টি বরিশাল সদর থানা, বাকেরগঞ্জ থানা, বাবুগঞ্জ থানা, আগৈলঝাড়া থানা, উজিরপুর থানা, হিজলা থানা, মেহেন্দিগঞ্জ থানা, মুলাদী থানা, বানারীপাড়া থানা, গৌরনদী থানা, কোতয়ালী থানা, বিমানবন্দর থানা, কাউনিয়া থানা, বন্দর থানা।
ঘ) সংসদ নির্বাচনী এলাকা ৬টি
ঙ) পৌরসভা- ৬টি গৌরনদী, মুলাদী, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর।
চ) ইউনিয়ন- ৮৭টি
আগৈলঝাড়া (৫টি) বাগদা, বাকাল, গৈলা, রাজিহার, রত্নপুর
বাবুগঞ্জ (৬টি) জাহাঙ্গীর নগর, চাঁদপাশা, দেহেরগতি, কেদারপুর, মাধবপাশা, রহমতপুর
বাকেরগঞ্জ (১৪টি) ভরপাশা, চরাদী, চরামদ্দি, দাড়িয়াল, দুধল, দূর্গাপাশা, ফরিদপুর, গারুরিয়া, কবাই, কলসকাঠী, নলুয়া, নিয়ামতি, পাদ্রিশিবপুর, রঙ্গশ্রী
বানারীপাড়া (৮টি) বানারীপাড়া, বাইশারী, বিশারকান্দি, চাখার, ইলুহার, সলিয়াবাকপুর, সৈয়দকাঠী, উদয়কাঠী
গৌরনদী (৭টি) বার্থী, বাটাজোর, চাঁদশী, খাঁঞ্জাপুর, মাহিলাড়া, নলচিড়া, শরিকল
হিজলা (৬টি) বড়জালিয়া, ধুলখোলা, গুয়াবাড়ীয়া, হরিনাথপুর, হিজলা গৌরবদী, মেমানিয়া
বরিশাল সদর (১০টি) চাঁদপুরা, চন্দ্রমোহন, চরবাড়ীয়া, চরকাউয়া, চরমোনাই, জাগুয়া, কাশীপুর, রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, টুংগীবাড়িয়া
মেহেন্দিগঞ্জ (১৩টি) আলিমাবাদ, আন্দারমানিক, ভাষানচর, বিদ্যানন্দপুর, চাঁনপুর, গোবিন্দপুর, চরএককরিয়া, চরগোপালপুর, দড়িচর খাজুরিয়া, জাংগালিয়া, লতা, মেহেন্দিগঞ্জ, উলানিয়া
মুলাদী (৯টি) শ্রীপুর, জয়নগর, বাটামারা, চরকালেখা, গাছুয়া, কাজিরচর, মুলাদী, নাজিরপুর, সফিপুর
উজিরপুর (৯টি) বামরাইল, বড়াকোটা, গুটিয়া, হারতা, জল্লা, ওটরা, সাতলা, শিকারপুর, শোলক
ছ) গ্রাম ১,১১৬টি
জ) মৌজা ১০০১টি

লোকসংখ্যা

মোট লোকসংখ্যা ২৪,৮৭,০১২ জন

জমি

বদ্ধ জলমহল ১টি (২০ একরের উর্দ্ধে)
বদ্ধ জলমহল ১৫৭টি (অনুর্দ্ধ ২০ একর)
উন্মুক্ত জলমহল ৫২টি (২০ একরের উর্দ্ধে)
হাট-বাজার
পাকা রাস্তা ২৬২১ কিঃ মিঃ
পাকা রাস্তা
নদ-নদী মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, হিজলা, বাকেরগঞ্জ, কালিজিরা, সন্ধ্যা প্রভৃতি।
নৌ-পথ ১৬০.৩৭ বর্গ কিঃ মিঃ

Edcuation

১৫৭২ টি
খ) মাদ্রাসা ২৩৭ টি
গ) সরকারী মাধ্যমিক বিদ্যালয় ০৫ টি
ঘ) বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ৪২৬ টি
ঙ) সরকারী কলেজ ০৮ টি
ছ) পাবলিক বিশ্ববিদ্যালয় ০১ টি
উল্লেখযোগ্য প্রতিষ্ঠান / স্থাপনা বরিশাল বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু উদ্যান
শহীদ কাজী আজিজুল ইসলাম এর সমাধি
বধ্যভূমি
মুক্তিযুদ্ধের টর্চার সেল
গুঠিয়া মসজিদ
অক্সফোর্ড মিশন চার্চ
চাখার শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর
হযরত মল্লিক দূত কুমার শাহ রাঃ এর মাজার
লাকুটিয়া জমিদার বাড়ি
দর্শনীয় স্থান কলসকাঠী জমিদার বাড়ি, প্রাদ্রিশিবপুর গীর্জা, কসবা সমজিদ গৌরনদী, বরিশাল, হযরত মল্লিক দূত কুমার শাহ রাঃ এর মাজার, মাহিলাড়া মঠ, উলানীয়া জমিদার বাড়ি, চরামদ্দী মুঙ্গাখাঁন জামে মসজিদ, চাঁদশী ঈশ্বর চঁন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, সফিপুর ইউনিয়নের হিজল তলার বিল, চলচিত্র প্রজোযক আরিফ মাহমুদের বাড়ি, অক্সফোর্ড মিশন বিদ্যালয়, গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর, কীর্তনখোলা নদী, আবদুর রব সেরনিয়াবাদ সেতু।

ছবি

তথ্য সংগ্রহ : বরিশাল জেলা তথ্য বাতায়ন