বিএফএস এর উদ্দেশ্য
- প্রচ্ছদ
- বিএফএস এর উদ্দেশ্য
বরিশাল ফরএভার লিভিং সোসাইটির উদ্দেশ্য:
- বরিশাল ভিত্তিক অনগ্রসর সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে কাজ করা।
-
বেকার অদক্ষ যুবক/যুবতিদেরকে হাতের কাজ শিখিয়ে দক্ষ করা।যেমন কম্পিউটার শিক্ষা, গাড়ি চালানো শিক্ষা দেওয়া, সেলাই শিক্ষা দেওয়া , চাকুরি পাওার জন্য সাধারন জ্ঞান শিক্ষা দেওয়া ।
- বিদেশ যেতে ইচ্ছুক ছেলে/মেয়েদের কে পরামর্শ সহ হাতের কাজ শিখিয়ে উপযুক্ত করে তোলা ।
- স্কুল / কলেজের ছেলে মেয়েদের শিক্ষা মুলক পরামর্শ দেওয়া।
- অর্থ অভাবে যারা ডাক্তার দেখাতে পাড়ে না তাদের জন্য বিনা মুল্যে ডাক্তারী পরামর্শের ব্যাবস্থা করা।
- পুজির অভাবে যারা ছোট খাট ব্যাবসা করতে পারছে না তাদের মধ্যে বিনা সুদে ক্ষুদ্রঋণের ব্যাবস্থা করা ।
- কৃষি কাজ করার জন্য পরামর্শ সহ বিনা সুদে খুদ্রঋণের ব্যাবস্থা করে দেওয়া।
- বরিশাল কেন্দ্রিক বিনা মূল্যে জরুরী অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া।